প্রেম
- মুহাম্মাদ শরিফ হোসাইন - যমজ
ওই, দুপুরটা কাটতো ঠিকই
ওগো প্রিয়া, তোমার স্নিগ্ধতার ঘ্রাণ নিয়ে
আজ সব স্নিগ্ধতা , তোর হয়ে গেলো।
এই মৌন বিকেলটা হয়তো
বিরহে কাঁদতো খুব,
তুই সব কান্নায়
আমার দর্শন-পাতা ভেজালি।
এই সন্ধ্যেটা থাকতো তোলা হয়তো,
নূপুর, তোমার জন্য।
আজ নেই,
শব্দ তুই কেঁড়ে নিলি।
এই রাতটা হয়তো
বিলিয়ে দিতাম,
আয়েশি কথা,তোমার আলাপনে
কথা, তুই কেঁড়ে নিলি।
ঘুম ভাঙ্গানিয়া স্বপ্ন দেখে হয়তো
বসে বসে ভাবতাম প্রচুর,
আজ তোকে দেখে
স্বপ্নই হার মেনে যায়;
আসে না সে ঘুম।
মুয়াজ্জিনের আযানটা
এখন প্রতি প্রাতে হয় শুনা-
প্রতিটি সকাল তার আভায় ,
আমার খাতার পাতা
করে যায় রক্তিম-লাল।
বর্ণ তুই আমার তুই, শুধুই তুই;
প্রিয়া তুমি আমার তুমি।
_ মুহাম্মাদ শরিফ হোসাইন
৩ ভাদ্র ১৪২১ (রাত ৩-৩৫ মিনিট )।
উৎসর্গঃ
ডঃ মুহাম্মাদ জাফর ইকবাল স্যারকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।