জীবন পথে চলতে গিয়ে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা
জীবন পথে চলতে গিয়ে
- লক্ষ্মণ ভাণ্ডারী
দুঃখে গড়া জীবন আমার জীবনে সুখ নাই,
ঠাকুর তব চরণ যুগল আমার সুখের ঠাঁই।
দুঃখ-সুখের তানপুরাতে বাজে মধুর সুর,
দীক্ষা নিয়ে জীবন শুরু মোর দৈন্য হল দূর।
তোমারে পেয়ে ধন্য হল আমার এ জীবন,
প্রভু তুমি জীবন স্বামী মোর অমূল্য রতন।
তব নাম স্মরণ করে ভাসুক এ জীবনতরী,
তোমায় আমি করবো পূজা সারাজীবন ধরি।
তোমার চরণ বক্ষে ধরি জীবন সার্থক হল,
অন্তিমেতে পাই যেন তব রাঙা চরণ-যুগল।
জীবনপথে চলতে গিয়ে বিপদে পড়লে কভু,
বিপদে রক্ষা করে মোরে হাতটি ধরো প্রভু।
পরম প্রেমময় পরম দয়াল তুমি অন্তর্যামী,
দীক্ষা নিয়ে তোমায় পেয়ে চিরসুখী আমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।