এ গাঁয়ের মাটিতে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২০-০৪-২০২৪

এ গাঁয়ের মাটিতে
- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে স্নেহের পরশ
ছায়াঘেরা গ্রামখানি,
এই গাঁ আমার মাটি মা আমার
এই টুকু শুধু জানি।


সবুজ তরুর শাখায় শাখায়
বিহগের কলতান,
পূবের গগনে রবির কিরণে
প্রভাত পাখির গান।


ফুল বনে বনে ফুটেছে কুসুম
অলিদল আসে ধেয়ে,
উষর মাটিতে চালায় লাঙল
চাষীগণ গান গেয়ে।


সূদূর আকাশে মেলে দুটি পাখা
উড়ে বলাকার সারি,
রাঙাপথ দিয়ে ধূলা উড়াইয়ে
ছুটে চলে গোরুগাড়ি।


সবুজ ডাঙায় সকালে বিকালে
গোরু মোষ সব চরে,
গাঁয়ের পুকুরে জেলে জাল ফেলে
রোজ এসে মাছ ধরে।


অজয়ের বাঁকে নিত্য ঝাঁকেঝাঁকে
আসে শালিকের দল,
আপন বেগেতে অজয়ের জল
বয়ে চলে কল কল।


সবুজ তরুর ছায়া দিয়ে ঘেরা
ছোট আমাদের গ্রাম,
এই গাঁ আমার জন্মভূমি মা
মোর পূণ্য পিতৃধাম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।