আমাদের এই গ্রাম
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৭-০৪-২০২৪

আমাদের এই গ্রাম
- লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গ্রামখানি অজয়ের ধারে,
আছে এক ছোটদিঘি তালগাছ পাড়ে।
পূবেতে উদিল রবি সোনার বরণ,
গাছে গাছে গাহে পাখি হরষিত মন।


কাঁকন তলার মাঠে ফিঙেপাখি নাচে,
নদী পাড়ে দুই ধারে তালবন আছে।
নদীঘাটে আসে যত যাত্রীদের দল,
পিয়াল বনে মাঝিরা বাজায় মাদল।


তরণী ভিড়িল যেই নদী কিনারায়,
নদীঘাটে আসে ছুটে যাত্রীরা সবাই।
কল কল নদীজলে কোলাহল হয়,
নদীতীরে সুশীতল সমীরণ বয়।


আমাদের এই গ্রাম অতি মনোহর,
গাঁয়ে আছে ছোটনদী ছোট ছোট ঘর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।