বাবা ছেলে
- মন্ডল মোঃসুমন আহমেদ জয়

২৯/০৪/২০২০
০৬ঃ২৮ বিকাল

আমি মর্মাহত
আমি বেদনার্ত,
আমি দেখেছি বাবার আকুতি-
ছেলেকে কাছে পাবার জন্য।
বুকের ভেতর হৃদপিন্ড
সদা উঠে নামে,
ছেলেও যেনো বাবাকে চায়-
ভালোবাসার দামে।
ভালো থেকো বাবা,ছেলে
ভালোবাসার মাঝে,
প্রিয় হয়ে প্রিয়জনদের -
মনে রেখো সকাল সাঁজে।
,,,,,,,,,,,,,,,,,,,,,উৎসর্গ
Md Azzijul Sajib আর তার বাবা
বিঃদ্রঃপ্রবাসী ছেলের সাথে বাবার ভিডিও কলে কান্না কথা বলার এক আত্মিক বন্ধনের উপমা স্বরূপ এই কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।