সেদিন দেখা হয়েছিলো
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - বিরহ কাব্য

27/06/2016
03:36 pm

সেদিন দেখা হয়েছিলো
স্বপন প্রান্তর শিড়িধারে_
বিষাদে আঁকিয়া হৃদয় মম_
মোর পাশে ছিলে দাড়ায়ে।
নিদ্রা আজি ভয়াবহ প্লাবন
আখিতটে নামিছে বর্ষার জল,
চাহিনা দেখিতে তোমা মুখোখানি_
তব আসিয়া স্বপনে;
করিছো নানা ছল।
মোর অন্তরো নীলাম্বরনে
আঁকিয়া বিষাদ ছত্র_
পোড়ায়েছো বারে বার,
চাহিনা সে স্বপন দেখিতে;
মোর পাশে ছিলে দাড়ায়ে।

কিরণ বরণ লাগিলো ললাটে
চমকিয়া উঠি স্বক্ষানে,
সেদিন দেখা হয়েছিলো
স্বপন প্রান্তর শিড়িধারে_
উহঃ আজো আসিয়াছো?
চলি যাও দূর দূরান্তে,
তুমি তো দুঃস্বপন
তোমারে লয়ে ঘর বাধিবার_
নাহি কো রঙিন তোরন।
মোরে ছারিয়া চলিয়া গিয়াছো
অনন্ত ক্ষনালয় পরোপার দ্বারে,
তব কেনো আসিয়া ডাকো_
নিদ্রা শিওরে স্বপন অভিতারে?
সেদিনও দেখা হয়েছিলো
স্বপন প্রান্তর শিড়িধারে।

জানা নাহি কতবার
আসিয়াছো মোর স্বপনে?
তব নাহি দিয়াছো দেখিতে_
তোমার মায়াবি বদনে।
আখি মোর ঝলসায়ে বারেবার
হূদয় স্মরনিকায় নাহি মিলিলো_
তৃপ্তির সঞ্চার।
তব হেরি অন্তরো গভিরে
নাহি কো কোনো মায়া,
স্বপন শিওরে আসিছো বারেবারে_
হইয়া আলো ছায়া।
তবু যেনো দেখিতে চাহে মন
স্বপন বিলাসী তোমারে,
সেদিন দেখা হয়েছিলো
স্বপন প্রান্তর শিড়িধারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।