তোমার চোখের আলোয়
- অরুণ কারফা ১৭-০৫-২০২৪

তোমার চোখের আলোয়
ভুবন দেখব বলে,
আমার নয়ন ভরেছি
তোমার দেওয়া কাজলে।

তোমার অঙ্গুলি স্পর্শে
চিত্র আঁকব বলে
কলম তোমার নিয়ে
ভরেছি চোখের জলে।

তোমার মধুর কণ্ঠে
গাইব গান বলে
তোমারই দেওয়া সুর
বসিয়ে নিয়েছি গলে।

পারলাম না তবু করতে
কোন কাজেরই শেষটা
তোমার উপস্থিতি বিনা
অসফল হল প্রচেষ্টা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।