ভালোবাসা এমন
- ফয়েজ উল্লাহ রবি
রাতের আকাশ চন্দ্র-তারা দিনের আকাশ আলো,
সব গুলো দুখ দূর হয়ে যে আসবে সবই ভালো!
তোমার পায়ের চিহ্নগুলো দেখায় আমায় পথ,
ভুল ছেড়ে আজ সঠিক পথে চলুক জীবন রথ!
আমি ভোর হয়ে আসবো এক দিন,
শুধরে নেবো জীবনের সব ঋণ!
যতোটা নয় ততোটা ভয়
মৃত্যুই সব চেয়ে বড় ক্ষয়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।