মুক্ত বিহঙ্গ
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - অযাচিত

03/06/2016
10:16 am

ওহে বিহঙ্গ বিনয় বিনাশী তুমি কি জানিয়াছো?
তব হেরি প্রেমময় কুঞ্জে প্রতিক্ষার নাহি শেষ,
তোমারি হূদয় বধিরে নাহি কোনো মায়া_
মোর এ হূদয় পোড়ায়ে করিয়া দিয়াছো শেষ।

আজি এ কাব্য তোমার তরে রচিয়াছি
তব যদি ভালো নাহি লাগে_
রচিবনা আর কোনো কাব্য,
বন্ধ করিয়া রাখিব হূদয় মম কল্প।
বিদায় হে বিহঙ্গ বিনয় বিনাশী
আজি মোর শেষ কথা,তোমারেই ভালোবাসি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০১-০৬-২০২০ ১১:৩৬ মিঃ

ধন্যযোগ প্রিয় কবি বন্ধু

০৪-০৫-২০২০ ১২:১৭ মিঃ

ভালোই হয়েছে।