অবশ হৃদয়
- এ কে সরকার শাওন - প্রণয়-প্রলাপ ২৬-০৪-২০২৪

বৃষ্টি বাতাস নির্মল অাকাশ
মনে অার দেয় না দোলা!
সুখে দুখে অানন্দ উল্লাসে
মন অার হয় না উতলা!

বৃষ্টির টাপুর পায়ের নূপুর
মনে অার দাগ কাটে না!
রূপালী স্রোত সোনালী রোদ,
কোন কিছুতেই মন নাচে না!

অতি অাপন হৃদয়ের স্বজন,
অাপন কি পর অার বুঝে না!
কারো ব্যাথা বিবাদ বিসংবাদে,
হৃদয়টা অার টনটনায় না!

ফুল পাখী প্রাণের সখি
মনের বীণায় সুর সাধে না!
হাসি ঠমক রুপের চমক
মন সাগরে ঝড় উঠে না!

দিন কি রাতে সকাল সাঝে
স্মৃতির খেয়ায় মন ভাসে না!
রংয়ের ধারা রাতের তারা
কোন কিছুতেই রং ধরে না!

বিবাগী বেবশ হদয় অবস
অনুভূতির নেইকো সাড়া!
ধূসর কালো মেঘে ঢাকা,
বিস্বাদ ঠেকে সাধের ধরা!

দেহের মরণ হবার অাগে,
কত কষ্টে হৃদয় মরে!
হদয় মরে গেলো তবে,
মানুষ বাঁচে কেমন করে!

প্রানবন্ত রংয়ের মানুষ
প্রাণ বিলিয়েছে স্বপ্ন ছোঁয়ায়!
সেই স্বপ্নবাজ নির্বাক অাজ,
কোন পাষাণীর অবহেলায়!

শাওনাজ, ঢাকা।
০৬ মে ২০২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৭-০৫-২০২০ ১৪:৫৭ মিঃ

Excellent