তুমি এলে না
- হাসান আল মাহদী ২৭-০৪-২০২৪

বৃষ্টি ভেজা একলা বিকেল বেলায়
নিরালায় বসে একা একা,
ভাবছি বৃষ্টিময় দুপুরে তুমি কেন এলেনা??
তুমি বলেছিলে "যেদিন দুপুরে বৃষ্টি হবে
সেদিন আসব ভিজবো একসাথে "

আজ কি হলো তবে!
বৃষ্টির ফোটা কি পড়েনি তোমার আকাশে?
নাকি নতুন আকাশের সন্ধান পেয়েছো?
যেখানে তারা আছে, ভরা পূর্ণিমা চাঁদ আছে,
বলো দাও আমায়, হৃদয়ে যা আছে অকপটে।

কত স্বপ্ন অকালে ঝরে যায়!
কাঁদতে কাঁদতে আঁখি জল শুকিয়ে যায়!
শুধু তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছি,
নতুন ভাবে গড়তে চেয়েছি নিজেকে,
তবে কেন এমন হয় শুধু আমার সাথে?

সময় বয়ে যাচ্ছে ,বেলা ফুরিয়ে আসছে
ঘনিয়ে আসছে অন্ধকার রাত,
বাস্তবতা মেনে নিয়ে এবার উঠতে হবে
হাটতে হবে একলাই আমাকে,
ঠিকানার সন্ধানে কোনো অজানা পথে।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।