বর্ষার বিদায়
- অরুণ কারফা
ফুটিয়ে অজস্র ফুল
কদম কেতকী বকুল
ঝরিয়ে তারপর সহসা,
অশ্রু ধারা গড়িয়ে
নিরলস আনন্দ বিলিয়ে
বিদায় নিল বরষা।
অনেক আশা জাগিয়ে
বিদ্যুতের শিখা ছড়িয়ে
এসেছিল সে ধরায়,
প্রেমিকগণের চিত্তে
আনন্দ ভরিয়ে মিতে
ফিরল এবার ত্বরায়।
উড়িয়ে সাদা মেঘ
হারিয়ে তীব্র বেগ
যাচ্ছে যেন বলাকা,
কাশফুল নীচে তার
ভরিয়ে নদীর দুপার
শুভ্র করেছে এলাকা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।