মরা নদীর তীরে ( শোধিত)
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি ছড়া ২৭-০৪-২০২৪

মরা নদীর তীরে
----------------------------------
মাহমুদুল মান্নান তারিফ

জীবন আমার শুকনো নদী অনেক আশা ব্যর্থ,
আশার পথে চলছি ধীরে ইচ্ছা পাব ফের তো!
খুব ভাবনা বেঠিক নাতো ধ্বংস স্থাবর-জঙ্গম,
করতে চাইলে পারবও না ইচ্ছা মতোন সঙ্গম!

চাইতে সহজ পাইতে কঠিন ইচ্ছাটা খুব দীর্ঘ,
অনায়াসে ঝরেপড়ে ভাবলে চোখের নীর গো।
অরুচিকর শুকনো নদী, আশার কিছু নাইরে,
মরা নদীর তীরে বসে শোকের মাতম গাইরে।

নীড় হারা না তীর ছাড়া তো জল কেটেছি গাঙ্গে,
পাচ্ছি না টের খুব নীরবেই জীবন নদী ভাঙে।
এই জীবনের নিভলো আলো নেমে এলো সন্ধ্যে,
তারপরেও মনকে বলি, নিজের কাজে মন দে।

সংক্ষেপিত

রচনাঃ ২১ মে ২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২১-০৫-২০২০ ২২:২৭ মিঃ

Excellent, best wishes