সত্য হবে মূলনীতি
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি ছড়া

সত্য হবে মূলনীতি
মাহমুদুল মান্নান তারিফ

সত্য হবে মূলনীতি,
দে থামিয়ে দুর্নীতি,
বেইনসাফে বেকর্ম,
দুর্নীতিবাজ বেধর্ম।

আল্লা'তে কর্ ভরসা,
পাল্লাতে কর্ ফরসা,
ইকামাতে নামাজ পড়্,
দুর্নীতিহীন সমাজ গড়্।

দে এতিমে হক পুরো,
নিঃস্ব থেকে হোক শুরু,
পরের মালে লোভ না কর্,
হিংসা-বিদ্বেষ, ক্ষোভ না ধর্।

আস্তা রাখিস আল্লা'তে,
খাস্তা না দিস পাল্লাতে।
কর্ গণনা নিজ মোটে,
সতেজ চিজে বীজ ফোটে।

রচনাঃ ২২ মে ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০৫-২০২০ ১৩:৩১ মিঃ

মার্জিত ,ভালোবাসা ও শুভ কামনা।