ঈদের খুশি মাটি!
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি ছড়া
ঈদে খুশি মাটি!
মাহমুদুল মান্নান তারিফ
নানারকম ছবি তোলে,
ক্যামেরাতে হেলেদোলে,
ঈদ মোবারক জানিয়েছে-
অনেক বন্ধু দূরের,
বন্ধু আমার কতেক কবি,
লেখক, শিল্পী, সুরের!
কেউ লিখেছে গানের কলি,
কেউ দিয়েছে গানরে বলি,
লকডাউনে জবাই করছে-
ঈদের মহাখুশি,
বাড়ি থেকে বের যদি হই-
বন্ধু দেবে ঘুষি!
তাদের কড়া পাহারাতে,
রূপ নিলো মন সাহারাতে,
বাষ্প হলো রসনা জলও-
কড়া ঘুষির ভয়ে,
ঈদ পরদিন তার পরদিন-
বের হবো না ছয়ে।
বজায় রাখতে দূরত্বকে,
আমার নিজের সুরতওকে,
ছবি তোলার যন্ত্র হতে-
আগলে রেখে নিলাম,
তাই না দিয়ে ঈদের ছবি-
ছড়াটা পোস্ট দিলাম।
মনে ছিলো ইচ্ছে বেশি,
ঘরে রাখা কাপড় দেশি,
বাচ্চাদেরে পাশে রেখে-
তোলবো ঈদে কিছু,
মরণব্যাধি ভাইরাসে এসে-
মন করেছে নিচু!
পূর্ণ তিরিশ রোজা পরে,
জামাত ধরে সোজা ঘরে,
ঈদের কোলাকুলি ছাড়া-
এলাম ঘরে হাঁটি,
মনেমনে ভাবছি এবার-
ঈদের খুশি মাটি!
রচনাঃ ১ লা শাওয়াল ১৪৪১ হিঃ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।