বাইশে দিল পা
- আশরাফুন নাহার

এই ধরিত্রীর বুকে ফাটল ধরাস কে রে?-হুঁশিয়ার হ সামলে নে তোর হা।

পৌরুষ তেজে পুরুষ্ট আজ বাইশে দিল পা।

ভণ্ড রে তোর বগল তলে কল্-কব্জার আগল খুলে প্যাঁচ বিউনী পণ্ড বলে আজ মূর্ছা যা।

করুন তিমির দরুন আঁচল কেটে আনতে অরুন সে নতুন তরুন বাইশে দিল পা।

আগড়-বাগড় ভ্রান্তসাগর অস্তাতলের বস্তাপঁচা স্বস্তা ডাগর ভ্রুণ মাড়িয়ে নতুন নাগর মারলো দুয়েক ঘা।

ও রে তুই কূপমণ্ডক ধ্বংসাতলে পাতাল ছিঁড়ে যা।

রবির কোলে আবীর ঢেলে সৃষ্টিসুখে বীণ বাজা রে
আজকে নবীন বাইশে দিল পা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০৮-২০১৪ ১৪:০৯ মিঃ

তরুনদের কে উৎসর্গ করলাম