ডাকের কবিতা
- হিমেল তাওসিফ জয়
শতাব্দীর আগেকার ডাকবাংলোর পাশে তোমার বাড়িটা
হে ডাকপাখির নিস্তব্ধ সঙ্গী, শুনে যাও এ বারণ
ডাকঘরে দিয়ে আসো খাম ছাড়া তোমার চিঠিটা
চিন্তা করো না, পৌঁছে দেবে ঠিকই ডাকপিয়ন।
.
তুমিও চ'ড়ে বসো ডাকগাড়ির কোন এক নির্জন কোণায়
শুনো সফরের মাঝে চালকের অজস্র ডাকের কথা,
ডাকপিয়নকে মনে হয় ডাকাতের সেপাই
ডাকটিকিটটা না পেলে প্রিয়তমা পাবে যে ব্যথা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।