বরষার রজনী
- অরুণ কারফা ১৭-০৫-২০২৪

আবার নেমেছে অঝোর ধারা
মেঘ গুর গুর করে
উড়িয়ে দিয়ে বৃষ্টির ছাট
দমকা হাওয়ায় জোরে।

ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙের ডাকে
কাঁপছে চতুর্দিক
বাড়ছে যেমন প্রহর আর
আঁধার থিকথিক।

পাখীর দল ফিরেছে ত্বরায়
আকাশখানি দেখে
নিস্তব্ধতায় জনপথ তাই
কখন গেছে ঢেকে।

কাটলে রাত ফুটলে ঊষা
ডাকলে আবার কেকা
নতুন দিনের আলো নিয়ে
অরুণ দেবে দেখা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।