চমৎকার বিচার
- এ কে সরকার শাওন - চেয়ার ও চোর ২০-০৪-২০২৪

অবাক! অবাক পৃথিবী!
অবাকে অবাকে নির্বাক!
মুলা চোরের গলায় রশি,
শাকচুন্নীর হাড্ডি চুরমার!

আলী বাবার সোনার ডাকুরা
হাওয়ায় উড়ে পগার পাড়!
বুঝতে হবে তাদের হিম্মত,
তারা কত শক্তির আঁধার!

কারোই কোন দোষ নাই
সব দোষ ঐ বিধাতার!
আমরা শুধু দেখবো চেয়ে
কত চমৎকার বিচার!

তোমার বিচারে হতভম্ব
খুশীতে সবাই নির্বিকার!
আমরা দক্ষ আমরা পটু
গালভরা বুলি নাই আর!

বজ্র আটুনি ফসকা গিরো
শুধু মিছে বচন ক্ষণার!
শুয়ে শুয়ে তাই ভাবছি
কত কি আছে দেখার!

শাওনাজ, ঢাকা।
২৯ মে ২০২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৯-০৫-২০২০ ২২:৫৬ মিঃ

অপূর্ব 

KobiHimel
২৯-০৫-২০২০ ২১:২৫ মিঃ

দারুণ