যদি মানুষ হয়ে থাকো
- এস আই তানভী
.
কোন খানে যাবে তুমি!?
যেখানেই যাও- মৃত্যুর কুহেলিকা আটকে দিবে
তোমার পথ, ক্ষতবিক্ষত শিশুদের
আহাজারিতে তোমার কান ফেটে যাবার কথা-
যদি তুমি মানুষ হয়ে থাকো।
জ্বালাময়ী যন্ত্রণার আগুনে দাউ দাউ করে
জ্বলছে সমগ্র পৃথিবী,
এসব ভাবতে গিয়ে তোমার তাজ্জব বনে যাওয়া
স্বাভাবিক, হঠাৎ মৃত্যুও হতে পারে-
যদি তুমি মানুষ হয়ে থাকো।।
এতো হাহাকারে জ্বলে পুড়ে ছারখার হবে,
রক্ত দিয়ে পিপাসা মেটাতে পারবে না
ছটফটানি দিয়ে বারবার কাঁদবে
যদি মানুষ হয়ে থাকো তুমি।
------------------
৩১/০৫/১৮ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।