মেঘ বালিকার ছায়া
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
উড়ে যাও -
সাদা মেঘ
কালো মেঘ
বসন্ত নগরে
শ্রাবণ পৌঁছে দিয়
রুমানার ঘরে।
রুমানারা-
ভালো মেয়ে
নদে নে’য়ে
নদীটাকে করেছে আকুল
এদের চোখের জলে
স্নান করে গন্ধ বকুল।
উড়ে যাও-
সাদা মেঘ
কালো মেঘ
তৃষ্ণা দুপুরে
মৌ মিতা সেন
কাঁদে নগ্ন নূপুরে।
মৌ মিতা-
শিলা গুণী
মন খুনি
অঙ্কুরে করেছে বিনাশ
এতো দুঃখের সংহিতা
তুই কোথা থেকে পাঁশ।
উড়ে যাও
সাদা মেঘ
কালো মেঘ
তেরো নদী পারে
হাসানা হেনার ঋণ
শুধ করিবারে ।
হেনারা-
বিভাগি হলে
সমুদ্র জ্বলে
বুকে আগুনের ঢেউ
এমন বিপন্ন দিন
ভাবিন তো কেউ।
উড়ে যাও-
সাদা মেঘ
কালো মেঘ
গৃহিণীর দ্বারে,
অপর্না কেমন করে
চুল বাঁধা সারে।
অপর্না যে-
চোখে ধাঁধা
এজ্রাস সাধা
ছাড়া কিচ্ছু শেখেনি,
ওপারে কেমন আছে
দুঃখ- সুখটারে কিনি।
হে বিষণ্ণ ফুল-
সাদা মেঘ
কালো মেঘ
উড়ে যাও তরে তরে,
যত পরিচিতা
প্রিয় মিতা
জেগে রয় স্মৃতির কাতরে।
ব’ল তাদের কবি
বেশ আছে
ভালো আছে
চোখে শুধু নুনতা শ্রাবন,
এখনো রঙিন ছবি
জলে আঁকে
স্থলে থাকে
বুকে ভরা পানির প্লাবন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।