গাঁয়ের পাশে অজয় নদী
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ২৯-০৩-২০২৪

গাঁয়ের পাশে অজয় নদী
-লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের পাশে অজয় নদী বইছে চিরকাল,
শাওন মাসে বান ডেকেছে উথাল পাথাল।
ঝমা ঝম বৃষ্টি পড়ে মাঝিরা নাইকো ঘাটে,
পথেঘাটে জল জমেছে জল জমেছে মাঠে।


আকাশ হতে বৃষ্টি নামে অঝোরধারায় ঝরে,
কালো করে মেঘ করেছে মেঘ গর্জন করে।
আকাশপারে বিজলি হাসে নদী ওঠে ফুলে,
মড়মড় করে গাছটি ভেঙে পড়ে নদীর কূলে।


শাওন মাসের বাদলা দিনে রাঙা মাটির পথে,
জল কাদায় পথ চলা দায় হাঁটছে কোন মতে।
বাঁশের ছাতা মাথায় নিয়ে চলছে কৃষক ঘরে,
রাখাল ছেলে ঘরে ফেরে, গাঁয়ের পথটি ধরে।


গাঁয়ের পাশে অজয় নদী কানায় কানায় বান,
শাওন মাসের বাদল ধারায় মেতে ওঠে প্রাণ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।