নিশুতি রাত্রির ছন্দপতন-১
- হিমেল তাওসিফ জয় - নিশুতি রাত্রির ছন্দপতন

নিশুতি রাত্রি-
অন্তর দোলে ভাবনার দোলনায়,
আঁধারবৃত্তি-
অভিমান জমে পাহাড়সম অতিকায়।
.
আমি কিশোর ভিন্নমনা-
সয়েছি কত যে ছলনা
আমি ছলনা করেছি বল না!
বলে তখনি পাপী হবে মিথ্যায়,
অভিমান জমে পাহাড়সম অতিকায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।