জল-শাড়ি
- রজত দেব তীর্থ ২৫-০৪-২০২৪

জলশাড়ি জড়িয়ে নগরিনী
এঘর ওঘর করে ছুটোছুটি।
আমারও সারাটা দিন
এঘর ওঘর ঘুর ঘুর,
সূর্যটাকে আঁচলে বেঁধে
ক্ষণে সে বারান্দায়-
ক্ষণে সে ছাদে-এক পেয়ালা রোদের জন্যে_
তার পোষা বনসাই চোখ ফুলিয়ে কাঁদে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৪-০৬-২০২০ ০৫:১৩ মিঃ

অনন্য