আমি এবং আমরা লজ্জিত
- এস আই তানভী ২৬-০৪-২০২৪

.
জীবনটাকেই জানলো তারা
মৃত্যুর ডাক শুনতে পায় প্রতিটা মুহূর্ত
মৃত্যু! হ্যাঁ মৃত্যু বলতে তারা বোঝে-
মহান সত্ত্বার কাছে ফিরে যাওয়া; এটুকুই
কেউ কেউ তাও বোঝে না, মায়ের স্তনে
যার সমগ্র ধ্যান, পৃথিবী........।

অথচ একটা মৃত্যু কত কষ্টের কারণ
একটা মৃত্যু কত সুখের দাফন
একটা মৃত্যু কত হাসিকে জ্বালিয়ে দেয়
একটা মৃত্যু পৃথিবাটাকে কত আঘাত করে
একটা মৃত্যু কত চোখের জল ঝরায়
একটা মৃত্যু ঘটায় আরো কত মৃত্যু
একটা মৃত্যু কত হাহাকারের জন্ম দেয়
একটা মৃত্যু কত সৌন্দর্যকে হত্যা করে
একটা মৃত্যু কত দীর্ঘশ্বাসে মিলিয়ে যায়....

এখনো বাবা মায়ের কোল ছাড়ে নি
বন্ধ করে নি ফুল কুড়িয়ে মালা গাঁথা
ল্যাংটা হয়ে লাফ দেয় পুকুরে
বাবার বুকে কত আঘাত করে চকলেট না আনলে
এই অবুঝেরা প্রতিদিন অনাকাঙ্ক্ষিত ভাবে
বুলেট বোমার আঘাতে মৃত্যুর সাথে দেখা করে-

আফগানিস্তান, গাজা, ফিলিস্তিন, সিরিয়া,
লেবানন, জম্মু কাশ্মির......
হাসতে হাসতে খেলতে খেলতেই মরতে শিখেছো
আমি লজ্জিত এবং আমরা সবাই লজ্জিত;
মৃত্যুতেই তোমরা মৃত্যুঞ্জয়ী হও।
-----------------
০৪/০৬/১৮ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Tanvi
০৫-০৬-২০২০ ১০:০২ মিঃ

তবুও মৃত্যুতে নেই কোন ভয়