নীহারিকার অবহেলা দৈব প্রেম নয় কি তাহলে !
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
কবিতা,
তোমাকে ছোঁবো বলে,
মিশিয়ে অশ্রু পুকুর জলে,
নিমরাজির ছায়া তলে,
কতবার যে বসেছিলাম,
মনে নেই ৷
কবিতা,
তোমার প্রেম পাবো বলে,
মেঘশূন্য গগন তলে,
মৃদু সমিরণের প্রণয় বলে,
কতবার
যে জোছনা পুড়িয়েছিলাম,
মনে নেই ৷
কবিতা,
তোমাকে পাবো বলে,
ভালোবাসার কত ছলে,
মহাবিশ্বের মহজাগতিক আদলে,
কতবার যে চিৎকার দিয়েছিলাম,
মনে নেই ৷
শুধু মনে আছে সেই
জলের ঢেউয়ে হাঁসের খেলা,
শুধু মনে আছে সেই
ঝিঁঝিঁ-ডাকা রাত্রি বেলা ,
শুধ মনে আছে
নীহারিকার অবহেলা ৷
(সংক্ষেপিত)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।