চশমাওয়ালী
- হাসান আল মাহদী ২০-০৪-২০২৪

চেহারা কেমন তা কখনো দেখিনি আমি
কন্ঠে তার যাদু আছে চাহনি বড় মিষ্টি
ব্যস্ত শহরের ধুলোমাখা জীবনে পড়েছে
এক চশমাওয়ালীর দৃষ্টি।

প্রতিদিন রাস্তার মোরে পিংক কালারে ছাতা হাতে
দেখা যেতো তাকে একা দাঁড়িয়ে আছে,
কখনো সাহস করে যাওয়া হয়নি কাছে
হয়তো কি ভাববে! কিংবা বলবে কিছু পাছে।

তবুও এক অজানা ভালোলাগার অনুভূতি
এসে নাড়া দিয়ে যায় হৃদয়ে,
যখনি তার দেখা পায়, না বলা শিহরণে শিহরিত
অদ্ভুতভাবে হয়তো তার প্রেমে পড়েছি ।।

দূর থেকে এভাবে প্রতিদিন আড়চোখে তাকানে
কিংবা মাঝে মাঝে মুখ বাকানো,
চোখের ভাষা হয়তো তেমন বুঝিনা আমি
তবুও ভালোলাগে চেয়ে থাকতে তাকে।।

ভালবাসার সঙগা জানিনা আমি
কাছে পেতে চাই শুধু মন পাগলি,
হবে কী আমার জীবনের সাথী??
মন পাগল করা সেই চশমাওয়ালী।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৭-০৬-২০২০ ০০:২৮ মিঃ

অত্যন্ত মনোমুগ্ধকর।