অনবগুণ্ঠিতা
- হিমেল তাওসিফ জয় - সাইরেনের সতর্কধ্বনি
হে দেহসৌষ্ঠবা রমণী,
তোমার উলঙ্গ রমণীয়তা পুরুষের চোখে ভোগ্য;
বেপরোয়া বিচরণ শয়তানদের আনন্দের খোরাক
শুনেছো কি তোমার রূপের কানাকানি?
.
আফসোস, ধিক্কার শতবার, পণ্যের মতো তুমি
উপভোগকারীদের অভ্যন্তরে নেই কোনো সমীহ
তাদের প্রশংসায় কেবল কামের পশুত্বময় উত্তেজনা
আর তোমাকে একটি রাত বরবাদ করে দেয়ার নোংরা আকাঙ্ক্ষা।
.
তুমি তাও খুশি, হে কুমুদিনী?
তোমার যৌবনের সম্মোহনী ক্ষমতা আছে ঠিক,
কিন্তু সেই সম্মোহনের ঘোর কেটে গেলে
জানো কি একটু আশ্রয়ের তরে মাগতে হবে ভিখ?
.
হে মনোহরা নারী,
তুমি যখন প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়ে-ই ফেলেছো
তখন তোমাকে ভুগতেই হবে একপর্যায়ে-
সময় জীবদ্দশায় তোমায় দেবে-ই লাঞ্ছনার আঘাত।
.
তোমার স্থান ক্ষণস্থায়ী আমাদের হৃদয়ের মণিকোঠায়
কোনো গৃহের লক্ষ্মী গৃহরাণী হতে পারোনি,
পারবেও না হে মুক্তার লোভে বিক্রিত বেশ্যা;
অন্তর্বাসে তোমার অসংখ্যা উচ্চাভিলাষী আঙ্গুলের স্পর্শ।
.
ওহে বেসামাল অনবগুণ্ঠিতা!
ছুঁড়ে ফেলো জলদি আত্মম্ভরিতা,
বিষাক্ত সর্পিণী তুমি আর
নির্লজ্জ কিছুই নও হে নারীত্বহারা সত্তা!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।