আমি বিদ্রোহী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - মোঃ আব্দুল্লাহ আল মামুন ২৬-০৪-২০২৪

আমি বিদ্রোহী
- আব্দুল্লাহ্ আল মামুন


ধনতান্ত্রিক এই সমাজে, প্রেমের কোন মূল্য নেই।
আমাদের কোন মূল্য নেই।
অর্থের কাছে সবাই বিক্রি হয়ে গেছি।


পুঁজিবাদী সমাজে আমার কোন মূল্য নেই।
আমার প্রেমের কোন মানে নেই।
আমি প্রেমিক, আমি কবি।
আমি ধনতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছি।
আমি বিদ্রোহী প্রেমিক, আমি বিদ্রোহী কবি।


পুঁজিবাদী সমাজে আমাদের কোন মূল্য নেই।
আমাদের প্রেম ক্ষমতার কাছে বন্দী।
আমি দিশেহারা, আমি পথভ্রষ্ট,
এই সমাজের কাছে আমি পাগল।


এখানে নারীর দেহের দাম বেশি।
আর নারী হল বিজ্ঞাপনের পণ্য।
আমি হলাম বাজারের নাম না জানা পাগল।
আমি উন্মাদ এই সমাজের কাছে।


আমি বিদ্রোহী কবি।
আমার রক্তে যে ভাষা খেলা করে।
তাকে আমি দিয়েছি স্বাধীনতা।



আমার কোন অস্তিত্ব নেই এখানে।
আমি তোমাদের কেউ না।
কেউ আমার ছিলোনা কোনদিন।

এ সমাজে সত্য বলা মহাপাপ।
আর সততা এখানে নির্ভেজাল বোকামি।
প্রেমের কোন মূল্য এখানে নেই।
প্রেমিকের হাতে বিশুদ্ধ নিকোটিন।
ধোঁয়া উড়ে যায় নীল আকাশে।



আমিও বোকা প্রেমিক।
এক হাতে আমার লাল গোলাপ।
অন্য হাতে জ্বলন্ত তরতাজা নিকোটিনের কাঠি।


আমি দুঃখ ভাসিয়ে দেই, নীল আকাশে।
আমি সুখ খুঁজে নেই বাতাসে,বিষাক্ত বাতাসে।



আমি কবি, আমি প্রেমিক।
এই সমাজে আমি বিদ্রোহী প্রেমিক।
যাকে লোকে পাগল বলে,।


আমি এই সমাজের থেকে নিয়েছি মুক্তি।
আমি পালিয়ে যাব নাই এমন শক্তি।
তবু কলম চালিয়ে যাই,বারবার গর্জে উঠে কলম।


আমি বিদ্রোহী প্রেমিক।
পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে আমি বলেছি অনেক কথা।
আমি কবি হতে চাইনি,
বোকা প্রেমিকের দল আমাকে কবি বলে দিয়েছে সম্মান।
তাই আজ আমি কবি।
বোকা প্রেমিকের দলের মাঝে,মূর্খ কবি।


আমার কোন মূল্য নেই এই সমাজে।
কোন মূল্য নেই পুঁজিবাদী প্রেমে।
আমি বোকা প্রেমিক,আমার কথা খুব তিক্ত।
আমার মুখে নিকোটিন, হাতে সিগারেট।
আমি শূন্যে উড়াই কষ্ট।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 8টি মন্তব্য এসেছে।

almamun1996
১৭-০৬-২০২০ ১৬:৩৭ মিঃ

ধন্যবাদ আপনাকে কবি বিচিত্র কুমার

01739872753
১৪-০৬-২০২০ ১২:৩৬ মিঃ

দারুণ প্রকাশ। ভালো লিখেছেন।শুভকামনা রইলো।

almamun1996
১১-০৬-২০২০ ১৬:০৯ মিঃ

ধন্যবাদ কবি, হিমেল তাওসিফ জয়।

KobiHimel
১১-০৬-২০২০ ০৭:৫১ মিঃ

"এখানে নারীর দেহের দাম বেশি।
আর নারী হল বিজ্ঞাপনের পণ্য।
আমি হলাম বাজারের নাম না জানা পাগল।"-খোলামেলাভাবে কথা বলেছেন একদম, চমৎকার!

almamun1996
১১-০৬-২০২০ ০৬:৩৮ মিঃ

পুঁজিবাদী প্রেমে প্রেমিকের মূল্য নাই। আছে শুধু সম্পদ আর ক্ষমতার

almamun1996
১০-০৬-২০২০ ২০:৩৭ মিঃ

সোহান শেখ দেখোনা, করোনাতে, লকডাউন থাকবে কি না। ব্যবসায়ী মালিক সমিতি ঠিক করে দেয়

almamun1996
১০-০৬-২০২০ ২০:৩৭ মিঃ

ধনতান্ত্রিক দেশগুলো জাহাজের কেবিনের মত ওরা সুন্দর ও ভোগবিলাশে জিবন কাটাচ্ছে।আর আমরা সেই জাহাজের ডেক এর মধ্য গাদাগাদি করে শুধু গন্তব্যে(সপ্ন) যাওয়ার চেষ্টা।

almamun1996
১০-০৬-২০২০ ২০:৩৬ মিঃ

এই কর্পোরেট দুনিয়ায়, ভোগবাদী মানুষগুলো, শুধু খেলার পুতুলের মতো নাচে। তাদের নাচায় ধনতান্ত্রিক সমাজের ঠান্ডা মাথার খুনিরা৷ এখানে জীবনের চাইতে সম্পদের মূল্য বেশি । এখানে জ্ঞানীর চাইতে মুখস্থ বিদ্যার মূল্য বেশি৷ এখানে সম্পদের ওজন দিয়ে মানুষের সম্মান করা হয়৷ এখানে ক্ষমতা থাকলে সব হয়৷ পুঁজিবাদী এই সমাজে ভালোবাসা খুব মূল্যহীন ।