জন্ম-মৃত্যু-মায়া ডট কম
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
০১।
স্ত্রীতে উপগত
ভাবছ প্রেমিকার মন
জীবন হে জীবন
এ কোণ সুবর্ন রেখা ধরে হাঁটো,
কে তুমি
কার কাছে কি চাও
ধরেছ শক্ত দাও
তুমি সত্য, ভ্রম এবং বিভ্রাটও।
০২।
এইতো গত কালের প্রজাপতি
ডানায় জীবনরে প্রতিশ্রুতি
বয়ে নিয়ে আসতো নিদানে,
কেমন নেতিয়ে পড়ে
আকাশ উজাড় করে
আহা কি মরণ লেখা বিধানে।
০৩।
কোথাকার অন্ধকার
তুমি আমি একাকার
আলোর চিহ্নমালা গলে,
ওগো বন্ধুবর
পাও কি খবর
এখনও বরফ গলে নাই জলে।
০৪।
পাবো একদিন নির্গাত
আমাদের সুপ্রভাত
একান্ত বুকের নাগালে,
তবে কি মায়ামরীচিকা
অমৃত ফলের নিকাহ্
এ ঘোর না হয় ভাঙালে।
০৫।
ঘোরে আছি
সুরে আছি
তালে ও মাতালে আছি
আছি সঙ্গ-রঙ্গ-অঙ্গ ধরে,
ঘোমটায়ও নাচি
খ্যামটায়ও নাচি
বাঁচি অসীম অনিত্য সম্ভারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।