নিশুতি রাত্রির ছন্দপতন-৪
- হিমেল তাওসিফ জয় - নিশুতি রাত্রির ছন্দপতন
নিশুতি রাতের ক্লান্তির গল্প বলতে বলতে
জানাতে জানাতে কিছু আপন অভিমত,
কে জানে কখন ভোর চলে এলো এ রাতে;
পৃথিবীর দলিলে আলোর দস্তখত,
গল্প বলা শেষ হলো পাখিদের আসাতে।
.
কি চাই আমাদের?
জিজ্ঞেস করি আমরা নিজেদেরকে ঢের।
মেলেনা কখনো সুখের নির্দিষ্ট পরিচয়
চাওয়ার সাথে সুখের চিরায়িত অন্বয়
দৃশ্যতঃ খেলা কেবল গোঁজামিলের
দিনে দিনে বাড়তে থাকে সন্দেহের সঞ্চয়।
.
আমাদের কবিতা ভরা ছন্দের মিলন
আর স্বেচ্ছায় নিয়ে আসি ছন্দপতন
গল্পের হঠাৎ থমকে যাওয়ার মতন,
মূলতঃ শেষের আগে শেষ নেই গল্পের;
আরো কিছু আছে কথা, শুনবে কি এ অন্তরের?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।
১৭-০৬-২০২০ ১৮:২৭ মিঃ
জীবনের অলিখিত বাস্তবচিত্র অংকিত কবিতা এটি। এ কবিতার অনেকগুলো অন্তর্নিহিত অর্থ আছে, যা বুঝলাম। পড়ার সময় মনে হলো যেন জীবনানন্দের কবিতা পড়ছি!
১৭-০৬-২০২০ ১৮:২৬ মিঃ
জীবনের অলিখিত বাস্তবচিত্র অংকিত কবিতা এটি। এ কবিতার অনেকগুলো অন্তর্নিহিত অর্থ আছে, যা বুঝলাম। পড়ার সময় মনে হলো যেন জীবনানন্দের কবিতা পড়ছি!
১৭-০৬-২০২০ ১৮:২৫ মিঃ
জীবনের অলিখিত বাস্তবচিত্র অংকিত কবিতা এটি। এ কবিতার অনেকগুলো অন্তর্নিহিত অর্থ আছে, যা বুঝলাম। পড়ার সময় মনে হলো যেন জীবনানন্দের কবিতা পড়ছি!

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।