বিচিত্র’র অনুকাব্য সমগ্র ১
- বিচিত্র বিশ্বাস নীল - বিচিত্র’র নীল কাব্য ২৯-০৩-২০২৪

১.
যদি পারি বেয়ে যেতে নৌকো
আমি তোর নদীর বুকে,
পার হতে নদীতে দিবো সাঁকো
পার করিবো শুধুই তোকে.!

২.
কাকভেজা হয়ে বৃষ্টিতে আজ
ভিজবো দুজনে,
হিংসে চোখে থাকলে থাকুক
তাকিয়ে লোকজনে.!

৩.
সেদিন ছিল নির্মল আকাশ
তুমি বাড়িয়ে দিয়েছিলে ছাতা,
আজ যখন মেঘলা আকাশ
তুমি বললেনা কোন কথা.!

৪.
আমার ঘরের লক্ষ্মী করে
তোমায় করিবো বরণ,
আজকে তুমি ফিরিয়ে দিলেও
সেদিন করিওনা বারণ.!

৫.
তোর নামে দিনভর বাহানা কুড়াই,
তোর নামেই হৃদয়ের ভালোবাসা উড়াই,
তোর ভালোবাসাকে আমার ভালোবাসায় বন্দি বানাই.!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।