মরণের পরের সাধ
- হিমেল তাওসিফ জয় - সাইরেনের সতর্কধ্বনি
হয়তো আমি কবি রবো মরণের পরেও;
কাটবে না আমার তখনো এ কবিতার নেশা,
নিরুপায় হয়ে যায় ঐ আত্মা যে দেহহারা
কি দেবে আমায় তবে মিথ্যুক ভালোবাসা?
.
আছে কি কারো কোনো মরণের পরের সাধ?
এ সূর্যের আলো যে একদিন ফুরোবে,
চোখে মরীচিকার চশমা, দ্বিতীয় জীবন বরবাদ
পৃথিবীতে কে কোথায় অমর হলো কবে?
.
কোনো এক কোণায় আমি বেহেশতের দোলনায়
হুর আর অপ্সরাদের শোনাতে চাইবো কবিতা,
হেঁটে হেঁটে উদ্যানে নিদারুণ নির্ভাবনায়
খুঁজে নিতে চাইবো আমার দুনিয়ার ঈশিতা।
.
তিনি নিয়েছেন কি এই অভিলাষ পূরণের ভার?
পবিত্র এ কামনা-ই হবে আরাধনা শত কবিতার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 6টি মন্তব্য এসেছে।
১৬-০৬-২০২০ ১৬:১৭ মিঃ
এমন কবিতা, যেখানে দারুণ উপাখ্যান, চমৎকার উপমা, অসাধারণ ভাব গভীরতা! আর সুন্দর পদবিন্যাস! সত্যি বলছি, এটি আমার একটা প্রিয় কবিতা!
১৬-০৬-২০২০ ১৬:১৬ মিঃ
এমন কবিতা, যেখানে দারুণ উপাখ্যান, চমৎকার উপমা, অসাধারণ ভাব গভীরতা! আর সুন্দর পদবিন্যাস! সত্যি বলছি, এটি আমার একটা প্রিয় কবিতা!
১৬-০৬-২০২০ ১৬:১০ মিঃ
এমন কবিতা, যেখানে দারুণ উপাখ্যান, চমৎকার উপমা, অসাধারণ ভাব গভীরতা! আর সুন্দর পদবিন্যাস! সত্যি বলছি, এটি আমার একটা প্রিয় কবিতা!

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।