ভুলের গান ফুলের গান
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

দেখি জল ক্ষরাও তুমি
কত টুকু পারো
আমার বিনাশ নদী ভরে যদি
ভরে যাক আরো।

আমিতো ক্ষরন জানি মরণ
ধর্মের মতো নিতে
কি এমন দাক্ষা দিবে দাও
সাবেক ছবক শুধরিতে।

ভুল তো লেগেছে অঙ্গে ভূষণ
অঙ্গনা দেবেনা রঙ্গন
আমি তো ভুলেছি গাইতে ভূপালী
রাগের সাথে মিশ্র ইমন।

ঝড় থামার পরে যে ঝড়
তাকে বলে মৌল রোদন
জানে তোমার দেহের রোদ
কোষ এবং হাড়ের ক্রন্দন।

মনে আছে মেনে রেখ মিতা
আমাদের জল্পনা যত
বিনাশ পায় নাই বিনাশীর কাছে
কোনো দিন শতে একশত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।