আজও ভালবাসি
- আশরাফুন নাহার
পড়ন্ত বিকেলে কামিনীডালে শিষ দেওয়া দোয়েলটাকে ভালবাসি,
সন্ধ্যার লালমাখা আভাতলে ধানক্ষেতের দুলুনিটাকে ভালবাসি,
রাত নামলে দাদুর কোলে শুয়ে রূপকথার আতশ পাখিটাকে ভালবাসি,
খোকা ঘুমালো পাড়া জুড়ালো - মায়ের সেই সুরেলা ঘুম পাড়ানি গানটাকে ভালবাসি,
মোয়া খাওয়ার বায়নায় মায়ের আঁচল ধরে থাকা খুকুটাকে ভালবাসি,
পেয়ারা চুরি করা দুরন্ত ছেলেটাকে ভালবাসি,
দুই বিউনীতে কিশোরীর মন ভরানো হাসিটাকে ভালবাসি,
চৈত্রের রোদ মেখে এক ঝাঁক বকের গাঙে ডুবসাঁতার টাকে ভালবাসি,
তরুনীর সরু কোমরে বাঁধা শাড়ির আঁচলটাকে ভালবাসি,
ক্লান্তি ঝেড়ে ফেলা বাবুইয়ের নতুন বাসা বুনার চঞ্চুটাকে ভালবাসি,
ডাকপিয়নের মতো দাড়কাকটার কৃষ্ণপক্ষ টা কে ভালবাসি,
ডজনখানেক ছাও আগলে রাখা মা মুরগিটাকে ভালবাসি,
ভালবাসি মাকে আর সবুজে ঘেরা এই বাংলাটাকে ভালবাসি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।