আত্মার আত্মীয়
- এস আই তানভী
.
সে তো অনেক কথা!
কল্পনার কালি দিয়ে যা যায় না লিখা;
নেই রক্তের বন্ধন-
তবুও যেন দুজনার এক আত্মা, এক মন।
'আত্মার আত্মীয়' আপনি আমার
এ ভাবনাও যেনো কম হয়ে যায় বারবার;
যদি এর চেয়েও কোন গভীর শব্দ থাকতো অভিধানে
সেই শব্দ-অলঙ্করণে রাখতাম বেঁধে মনের কোণে।।
যখন অচেনাতে হয়েছে চেনা
পড়ে থাক জীবনের সব ধারদেনা;
বন্ধুত্ব থাকুক অটুট ধরণীর আহ্নিক গতির মতো
আমরণ রাখবো গোপন জীবনে পাওয়া না পাওয়ার ক্ষত।
ধরণীর রুক্ষ বুকে এসেছি একা
অথচ; এসে পেয়েছি কত শতজনের দেখা,
সবাই তো থাকেনা সবার মনে
কেউ কেউ থেকে যায় জীবনে-মরণে।
আমি যে আপনার মনে থেকে যেতে চাই
জীবন আয়ু পর্যন্ত পাই যেনো ঠাঁই,
ওপারে গিয়ে আপনাকে নিয়ে গল্প শোনাবো;
'আত্মার আত্মীয়' কাকে বলে ওপারেও চেনাবো।
---------------------
১৪/০৬/১৯ইং
উৎসর্গঃ Islam Rijvi
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৪-০৬-২০২০ ০৮:০৯ মিঃ
শুভ জন্মদিন ইসলাম ভাই, অনেক অনেক শুভ কামনা এবং অভিনন্দন।
শত সহস্র বার ফিরে আসুক আপনার জীবনে এই দিনটি অফুরান সুখ শান্তির ফরমান নিয়ে

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।