তোমার নয়
- হাসান আল মাহদী ২৫-০৪-২০২৪

যার তরে এতো মায়া ভালবাসা
যার কষ্টে ভাঙে তোমার বুক
যার হাসিতে খুঁজে পাও সুখ,
তবে মনে রেখো সে তোমার নয়!
ক্ষনিকের এই জীবনে
সব যেন মিছে অভিনয়।

যে তোমাকে খুব কাছ থেকে দেখেছে,
হাতে হাত রেখে অনেক পথ হেটেছে
দিগন্তে পাড়ি দেওয়ার শপথ নিয়েছে;
ভেবে নাও সে ও তোমার নয়,
শুধু শুধু অযথা হারানোর ভয়,
এই যেন মিছে সময় অপচয়।

যার জন্য এতো পথ পাড়ি দিলে
তার হৃদয়ে কি তুমি ছিলে?
তবে জেনে নাও কেউ কারো নয়!!
যে তোমার পাশে শুয়ে আছে
সে ও তোমার নয়!
সত্য ভালবাসার অনুভূতি সেটাই
শতবর্ষ দূরে গেলেও কাছে মনে হয়।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।