তুমি নজরুল
- আশরাফুন নাহার

দুখু মিয়ার এক বুক দুখ নিয়ে বিদ্রোহী রণচণ্ডী
সৃজিলে কাব্যে কণ্ঠের তলোয়ার,
তুমি বিদ্রোহী নজরুল
বাংলার বিন্দু চিরে তুমি রচিত পাথার।
সতত কবিতার বুলবুল।
তুমি এক বিরহী ফুল
কুহু কেকা আর পিউ কাহার প্রিয়া প্রিয়া
সরবে তোমার হৃদয়ে ক্ষরণ বারবার।
ভামিনীর প্রেমসিঁড়িতে তুমি মশগুল।
তুমি যে খেয়ালী অলিকুল
প্রিয়ার কাজলে এক মাতাল বৃন্দাবনে তুমি এসো আবার।
মহাপ্রেমী নজরুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।