এক বর্ষায়
- আশরাফুন নাহার

এক বর্ষার হাত ধরে এসেছিলে,
বীণার মতো জড়িয়ে ছিলে,
হৃদয়ে হৃদয় ছুঁয়ে ছিলে,
কিছু বৃষ্টিতে ধুয়ে দিলে এ মনের আঙ্গিনা।

সেই বর্ষার জল নেই আর নেই তো ভেজা চোখ,
আছে তো এখনও মনের আড়ালে তোমারে না দেখা শোক।

ঐ বর্ষায় তুমি এসেছিলে
সেই গানের অন্তরা গেয়েছিলে,
আর আমার প্রাণে প্রাণ রেখেছিলে।
এই চোখে চোখে রেখে দিলে সেই বর্ষার আঙ্গিনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।