বেশরম
- আশরাফুন নাহার
পতিতালয় থেকে বেরিয়ে থু ফেলে যুবক বলে
"নাউযুবিল্লাহ্,
নারী জাতির কী অধঃপতন,দেশটাই রসাতলে"।
দু'কদম এগিয়ে সে বাসে উঠে বলে,
"নাউযুবিল্লাহ, পাশের সিটে বেগানা মহিলা
বোরখা পরেনি বেশরম সে পুরুষের পাশে বসে।"
যুবকের ভিতর জাগে কুকুরের প্রাণ
অবয়ব অনুভব করে নেয় নারীর ঘ্রাণ, আড়ালে বিবেক কে বলে,
"বেগানা মেয়ে যত পাপ তার
আমি ঈমানী পূরুষ,
কী এমন করেছি নিতম্ব ছুঁয়েছি মাত্র
তাতে কী আর দোষ। "
বাস ছেড়ে যুবক রাস্তার ধারে নামে,
সন্ধ্যার ভীড়ে গার্মেন্টসের মেয়েটার ওড়নার বাঁকে
তার দৃষ্টি থামে,
বিড়বিড়িয়ে বলে ওঠে,
"নাউযুবিল্লাহ, এ কী দেখি আমি!
বেলাজে বেশরমে ভরে গেছে দেশখানি।"
বিবেক কে বুঝায় আবার,
"যুবকের চোখ দেখবেই তো ,
চোখের কী পর্দা আছে,
বেলাজ আর বেশরম ঐ মেয়েটাই,
যে রাস্তায় নেমেছে।"
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।