পাখিটা উড়তে চায়
- আশরাফুন নাহার

শতাব্দীর বন্দী পাখিটা এই মহাবিশ্বের মৃত্তিকার খাঁচায়,কী আশায় তার বাঁচা!
ডানাদু'টো তে আঘাতের ক্ষত,শিরা ফেটে রক্তের ফিনকি সেই মাটিতেই মিলায়,
কী আশায় তার এখনও বেঁচে থাকা!
পা দু'টো তে সোনার শিকলের দাগ,চিনচিন টান নীলচে ব্যথাগুলোয়,
কী আশায় তবু বেঁচে থাকা!
চঞ্চুর আগা ভাঙা তার গানহীন কণ্ঠ,ফাঁসীর মতো সোনার হাঁসুলী গলায়,
কী আশায় আজও বেঁচে আছে সে!
উড়ার স্বপ্ন যে প্রাণের কোণায় বসত্ করে নিত্যদিন,
সেই উড়ন্ত মেঘের দেশের হাতছানি রঙিন,ক্ষীনদৃষ্টিতে নিঃসীমে চেয়ে থাকা।
তাই সে এখনো খাঁচায়,উড়ার স্বপ্ন তারে বাঁচায়,
সোনার খাঁচা ভেঙে উড়বে সে একদিন,
এই আশায় এখনো মুমূর্ষ পাখিটার বেঁচে থাকা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।