নারী নহে নারী রয়ে পূজারী
- ওয়াসিমুল বারী অন্তর - অভাগিনী ১৪-০৯-২০২৪
নারী সে তো এক কলঙ্কিনী ,
নারী সেই তো পুরুষের ধরণী।
কভু নাহি ভাল তুমি
পুরুষের চোখে ,
তুমিই ধাতা তুমিই পতিতা
নরপশুর তরে।
কবে বলে ছিল পুরুষ তোমারে
তুমিই সর্বজ্ঞানী ?
সর্বজ্ঞানী হওয়ার তব হয়েছো সর্বগ্রাসী।
আলো বিলিয়ে চলেছো তুমি
দিয়েছো নিজের দেহখান ,
পুরুষ তুমারে তবু ও বলেছে দিয়ে দাও এবার বলিদান ।
একবারও কি ভেবে দেখেছে ?
সভ্যতার এই জয়ধ্বনীতে ,
তুমার সুরে কলতান ,
তুমিই পূজারী তুমিই সর্বনাশী
চলেছে শুধু পিছুটান।
পূথিবীতে যত রয়েছে বড় বড় দালান
পুরুষের ন্যায় নারীদের ও ছিল সমান আত্মাদান ।
গড়ে উঠেছে নগরী কত শত শত ,
একবার ও কি পুরুষ করে ছে কভু
তোমার তরে মাথা নত ?
_________
18-06-2020
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।