জাগতিক প্রেমের উন্মেষে
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
আজ কেন জানি-
পেয়ে গেছি খোলা নূপুরের খনি
আজ কেন জানি
জাগতিক অস্পশ্বরা তোলে উলুধ্বনি।
আজ কেন দেবীরা উম্মাতাল
বাজায় কানে ধুন্দবী খোল কর্তাল
বাজার কিসের এতো কানা কানি
মণিকার এনেছে বোঝি মোহরের বানী।
জলের তলা ফুঁড়ে
ভেসে উঠেছে গর্ভবতী পাল
রক্ত পদ্ম ফুটেছে হস্ত কুরে
দাওয়াত পেয়ছি খেতে মহাকাল।।
খোল নারী জগত মায়া
যাব সুখপুর রংপুর ভায়া
খোল তোমার রহস্য বিস্তৃত জাল
মধুমুখে উড়ছে দেখ অজস্র পঙ্গপাল।
এমন উৎসব কখনো দেখ নাই
রক্তে নাচে রোদের আশনাই
নাচে মহাকলার বিষ্ণু কিংবা শিবা
রক্তে আগুন দিয়েছে সূর্যের দিবা
এমন আনন্দ তুমি দেখ নাই
হে দহদারী অমূল ঐশ্বরিয়া রাই
স্বর্গ পাতাল মর্ত হয়ে গেছে এক
আজ আত্মার সাথে রক্তের অভিষেক ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।