ধূসর আলিঙ্গন
- হিমেল তাওসিফ জয় - সাইরেনের সতর্কধ্বনি

প্রান্তরের মায়া ছেড়ে চলে এসো;
এ রাত রাত নয়, এ দিন দিন নয়, কিছুই কিছু নয়,
ঘাস থেকে অনুভূতি চুরি আমরাও করতে জানি
কিন্তু বলো, একি অলস আহরণের সময়?
.
মৃত্যুর ধূসর আলিঙ্গনেই যার সফলতা
তার নামই আরশ-কাঁপানো বীরের নাম
তার নামই রাঙাবে চিরস্থায়ী স্বর্গধাম
তার নামই চিরোজ্জ্বল, বলিষ্ঠ
বাকি সব নাম ব্যর্থ নাকাম।
.
আমরাও ঘুড়ি উড়াতে জানি মেঘের ফাঁকে ফাঁকে;
কিন্তু দুনিয়ায় উদাসীনতায় আমাদের নাটাই বেসামাল,
আমরাও তো শুনেছি উচ্চাভিলাষী কানাকানি
এ চমকপ্রদ বিমুখতা তবে কিসের কামাল?
.
যুহুদের পাখি আমাদের নিত্যসঙ্গী; কেননা
এখন কেবল প্রশ্নের পালা
নক্ষত্রের দিকে তাকিয়ে সিগ্ধতা আহরণ আর নয়,
মুহাম্মদের পথে অজস্র কাঁটাভরা ডালপালা
আমরা থেমে যাবো? তোমার কি মনে হয়!
.
ধূসর আলিঙ্গন হবে আমাদের দুঃখের তালা,
আমরা হতে চলেছি যে চিরতরে অক্ষয়!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

১৮-০৬-২০২০ ২১:১৫ মিঃ

সুন্দর কথামালা দিয়ে সাজিয়েছেন লেখাটা।

১৮-০৬-২০২০ ২১:০৭ মিঃ

আমি তো খুব সহজেই যোগ করতে পেরেছিলাম। আমার ছবিটা ১০০kb এর বেশি নয় কিন্তু।

১৮-০৬-২০২০ ১৯:৪৪ মিঃ

আচ্ছা কবি, বাংলার কবিতার আইডিতে নিজের প্রোফাইলে ছবি যোগ করব কিভাবে? ৭০০ kb এর কম বেশি হলে নেয় না। আপনি কিভাবে ছবি যোগ করেছেন, একটু বলবেন দয়া করে?

১৮-০৬-২০২০ ১৯:১৮ মিঃ

অসাধারণ কবিতা! পৃথিবীর মায়াজালের মোহ ছেড়ে, পরকালের পাথেয় সংগ্রহের আহ্বান।