প্রশ্ন'রাও জর্জরিত, বিস্মিত
- এস আই তানভী

.
হায় হায়, এ কী হাল হয়েছে তোর!
কতকাল যাস নি আয়নার সামনে?
আয়নার সামনে দাঁড়ালেও কি
চিনতে পারিস নিজেকে?
আরে ঘাটের মরাও যে তোর চেয়ে ভালো;
হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান, চকচকে পরিপাটি!
অথচ; তোকে দেখে মনে হচ্ছে
হাজার বছর ত্রাণের জন্য ঘুম মেরে
দাঁড়িয়ে ছিলি লাইনে, অকাল বৈশাখী ঝড়
কিংবা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী
মেরামত করে পুরোনো ভিটেতে ফিরতে
সাহায্যার্থীদের তালিকায় নিজের নাম
রাত-দিন খুঁজে খুঁজে ক্লান্ত!

আসলে, ভাবতেই অবাক হই–
এই 'করোনাময়' পরিস্থিতিতে যে সুখ,
যে শান্তি, স্বপ্নময় পৃথিবী, আশা-আকাঙ্ক্ষা,
আনন্দের খুনসুটি হারালো মানুষ
তা কি আর ফিরে পাওয়া যাবে কোনোদিন?
মানুষ কি আর ফিরে পাবে তার
চলতি পথের হারানো গতি?
নড়বড়ে হয়ে যাওয়া সম্পর্কগুলো কি
স্বাচ্ছন্দ্য ফিরে পাবে আগের মতো?

আরো অনেক অনেক প্রশ্ন মনের বারান্দা ধরে
দিনমান খেলা করে চলে আনমনে।
আসলে 'প্রশ্ন'রাও আজ জর্জরিত, বিস্মিত
অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়া 'করোনা'র ছোবলে।
---------------------
০৯/০৬/২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১৪-১২-২০২৪ ১৪:০৯ মিঃ

কিছু বলার নেই

১৯-০৬-২০২০ ১৫:২৮ মিঃ

বাহ,... ভালো লিখেছেন প্রিয় কবি!

এস আই তানভী
১৪-১২-২০২৪ ১৪:০৯ মিঃ

ধন্যবাদ প্রিয়

১৯-০৬-২০২০ ১৫:০২ মিঃ

প্রশ্নের পর প্রশ্ন যত