যা কিছু ছিল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য ২৫-০৪-২০২৪

ফেলে আসা যেটুকু সময়
তার সবটাই বুঝি ছিল অসময়
আজ অন্ধকারের এ প্রান্তে দাঁড়িয়ে
মনে হয় সবকিছু ফেলেছি হারিয়ে।


যা কিছু ছিল পাওয়ার তরে
স্রোতে ভেসে গেছে বহুদূ‌রে
নাই বা হলো তার কিছু আর
এতটুকু আমার তরে দাঁড়াবার।


যা কিছু ছিল হৃদয়ের গভীরতায়
নীরবে তাও বুঝি হারিয়ে যায়
ঐ সুদূর আকাশের তারা হয়ে
জেগে রয় সারা রাত ব্যথা সয়ে।


যা কিছু ছিল মোর নীরব চাওয়ায়
নাই বা মিলল তা আর পাওয়ায়
না পাওয়ার ব্যথা নিয়ে সারাক্ষণ
বিরহে বসবাস দিবাযামী অকারণ।
০৪/১২/২০২১

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।