আমি আর সে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা ১৯-০৪-২০২৪

কথা ছিলো একসাথে ভিজব বৃষ্টিতে
আমি আর সে
গাছের সবুজ পাতায় পরবে বৃষ্টির ফোঁটা
স্বর্ণালী হবে সবুজ পাতা
দাঁড়িয়ে দেখব সেই স্বর্গীয় শোভা
আমি আর সে।

কথা ছিলো বসব পাশাপাশি
কোনো খোলা এক প্রান্তরের বাঁকে
প্রিয়াকে নিয়ে
দেখব দূরে তাকিয়ে সবুজ রাশি রাশি
হাতে হাত রেখে বুনে যাব স্বপ্ন
আমি আর সে।

কথা ছিলো বাঁধবো ঘর সুখের
আমি আর সে
সহসা আসলো ঝর,কূপমন্ডুক ধরলো চেপে
প্রিয়া ভুললো প্রতিশ্রুতি,বাঁধলো ঘর
সুখের কিম্বা দুঃখের।

আজ কোথায় আমি আর কোথায় সে
সে অন্যের বঁধু,আমি একা পৃথিবীর পথে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।