ছুটে চলি রোজ রোজ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - মহাকাল ১৯-০৪-২০২৪

এই যে ছুটে চলা আর খুঁজে ফেরা
ভালোবাসা।বিধাতার আর মানুষের
এর ই নাম হয়তো জীবন।অথবা সংগ্রাম-
থেকে থেকে জীবন সংগ্রাম আমাদের।

জীবন ছুটে চলে অবিরত অনিশ্চিতে
ভালোবাসার বীজ বপন করে জানা-অজানাতে।

ছুটে চলতেই হয়
ভাবনাগুলোকে সঙ্গী করে
সুখ-দুঃখ বুকে চেপে
ভালোবাসা খুঁজে ফিরে।

আমিও ছুটে চলি রোজ রোজ
হাসি-কান্না’র সুখ দুঃখের ধরায়
করি খোঁজ ভালোবাসা মানুষের
কাটাই ক্ষণ বিধাতার সন্তুষ্টির সাধনায়।
০৭.০৯.২০১৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।