যশোর কন্যা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে যশোর কন্যা
তোমায় পারবো না
কুভু ভুলতে
তুমি যে আঁকা আছো
আমার মনের তুলিতে।

যে যশোর কন্যা
তুমি মোর স্বপ্ন
তুমি মোর সাধনা,
তোমাকে কখনো ভুলতে পারবো না
যত্ত আসুক যাতনা।

হে যশোর কন্যা
তুমি ছাড়া আমি রিক্ত,
তাই তোমায় ভুলতে পারি না
নিত্য করি তোমায় বিরক্ত...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।