প্রেমের স্বাধীনতা চাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মনে মনে মিলন হলে দেহ বিলাবো
সমস্যা কি তাতে,
পরকীয়া হোক অবৈধ সম্পর্ক হোক
প্রেম তো নেই নিয়মের সাথে।


কখন কার প্রতি প্রেম জন্মে
জানে শুধু মন,
মনের জ্বালা মিটাতে কখনো
থাকতে পারি কিছুক্ষণ ।

প্রেমের বিরুদ্ধে যত্তসব আইন
চালাচ্ছি মোরা,
নর- নারী এক সঙ্গে দেখলে
হয়ে যাই পাগলা ঘোড়া।

পরকীয়া করছে
অবৈধ প্রেম করছে,
আইনের নাই অন্ত
লজ্জা - শরম দিয়ে
তাদের স্বাধীনতার ১২টা বাজাই
আত্মহত্যার পথে ঠেলে দিয়ে করে দেই তাদের চির শান্ত।

প্রেম আইন মানে না
প্রেম ধর্ম মানে না
প্রেম লজ্জা -শরম মানে না
প্রেম শুধু মানে তার চাওয়া কে বাস্তবায়ন করতে
দু'টি মন কে কাছে টানতে...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।